Skip to main content

Posts

Featured

স্ক্রিন প্রিন্টিং এ স্ক্রিন/মেষের সাইজ নির্বাচন করার পদ্ধতি

স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়ায় বিভিন্ন মাপের মেষ কাপড় বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যাবহার করা হয়।   মেষ -এর মাপ/সাইজ কি? মেষ সাইজ হচ্ছে ১ বর্গ ইঞ্চিতে কতগুলো সুতা একে অপরকে অতিক্রম করে। উদাহরণ স্বরূপঃ ১১০ মেষ কাপড়ের প্রতি বর্গ ইঞ্চিতে ১১০ টি সুতা থাকবে, অথবা এও বলা যায়-একে অপরকে অতিক্রম করবে। মেষ কাউন্ট যত বেশি হবে, মেষ কাপড়ের ছিদ্র গুলো ততো সূক্ষ্ম হবে।  মেষ কাপড় নির্বাচনের সময় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার প্রিন্টিং-এর ইমেজ/ছবি কতটা সূক্ষ্ম।  উদাহরণ স্বরূপঃ  আপনার প্রিন্টিং-এর ইমেজ/ছবি খুবি সূক্ষ্ম, সে ক্ষেত্রে কম/লো মেষ কাপড় ওই সূক্ষ্মতা ধরে রাখতে পারবে না। সরু রেখা অথবা  এর জায়গা গুলোতে কালি মেষ কাপড়ের ছিদ্র দিয়ে বেশি পড়ে যাবে , এতে করে আপনার প্রিন্ট করা ইমেজ/ছবি হবে খুবি ত্রুটিপূর্ণ ও নিম্নমানের। এবং যদি আপনার প্রিন্টিং-এর ইমেজ/ছবি সূক্ষ্ম না হয়ে থাকে, আর আপনি উচ্চ/হাই মেষ কাপড় ব্যাবহার করেন সে ক্ষেত্রে আপনার কাপড়ে পর্যাপ্ত পরিমান কালি পড়বেনা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কালির ঘনত্ব। পাতলা কালি, যেমনঃ পানি নির্ভর/ ওয়াটার বেইসড কালিতে সাধারণত

Latest Posts

Heat Transfer Vinyl

Heat Transfer Paper/PET Film

Environmental Friendly Glitter Paste GP-100